নড়াইলে চালকদের পরীক্ষা ১০টি মামলা!!

0
166
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি; নড়াইলে অ্যালকোহল পান প্রতিরোধে চালকদের পরীক্ষা শুরু যাত্রীবাহী বাস-ট্রাক-লরি চালকদের অ্যালকোহল (মদ) পান প্রতিরোধে চালকদের পরীক্ষা করছে হাইওয়ে ট্রাফিক পুলিশ। আজ সকালে নড়াইলের মালিবাগ এলাকায় চালকদের এ পরীক্ষা করা হয়। এসময় তুলারাপুর হাইওয়েট্রাফিক পুলিশের দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নড়াইলের তুলারাপুর হাইওয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) জানান,বিভিন্ন যানবাহনের নামে ১০টি মামলা এবং একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে কোনও কাগজপত্র না থাকায়। মাদক খেয়ে যানবাহন চালানোর সময় ঘটে যেতে পারে বড় কোন দ‚র্ঘটনা,যেমন মাদক সেবন করে যাত্রীবাহি যানবাহন চালালে শুধু চালকেরই জিবন যাই না চালকের একটি ভুলের জন্য যাত্রী ও পথচারীদেরও জিবন হারাতে হচ্ছে। এজন্য আমরা চালকদের মাদক থেকে বিরত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here