Daily Gazipur Online

নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালী পালিত

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:“ বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামুল্যে লিগ্যাল এইডে সেবাদান” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি,নড়াইলের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায়, জেলা প্রশাসক আনজুমান আরা, সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, নড়াইল, মোঃ হাদিউুজামান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ মোহম্মদ আলী, সাধারন সম্পাদক অ্যাডঃ উত্তম কুমার ঘোষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।