নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অ্যাডভোকেসী সভা

0
103
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ভাবে পালন উপলক্ষে জেলা অ্যাডভোকেসী ও কর্ম পরিকল্পনা সভা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জনের সভাকক্ষে সিভিল সার্জন ডা. আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মেডিকেল অফিসার ডা. শফিক তমাল, ডা. অনিন্দিতা বোস, ডা. প্রশান্ত মল্লিক, জেলা তথ্য অফিসার ইবরাহিম আল মামুন প্রমূখ।
করোনা ভাইরাস সংক্রামের কারণে এ বছর শিশুর অভিভাবকদের থেকে অন্তÍত ৩ ফুট দুরত্ব ও শিশুদের ক্ষেত্রে যতটুকু সম্ভব দুরত্ব বজায় রেখে ৯ শত ৯২ টি ইপিআই কেন্দ্র সমূহে জেলায় মোট ৯৪ হাজার ২ শত ৫৫ জন শিশুকে ২৬ সেপ্টেম্বর থেকে ১৫দিন ব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here