Daily Gazipur Online

নড়াইলে টিসিবির তেল অবৈধ ভাবে বিক্রির অপরাধে আটক ৫

নড়াইল প্রতিনিধি; নড়াইলে টিসিবির সায়াবিন তেল অবৈধ ভাবে বেচাকেনার অপরাধে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ জরিমানা করা হয়।
পুলিশ জানায়, টিসিবির তেল খুচরা পর্যায়ে বিক্রির খবর পেয়ে নড়াইল সদরের বাঁশগ্রাম এলাকা থেকে প্রথমে এক দোকানিকে আটক করা হয়। পরে আরো তিন দোকানিকে আটক করা হয়। চার দোকানির কাছ থেকে টিসিবি’র ৬৭ লিটার সায়াবিন তেল উদ্ধার করা হয়। এরা হলো-সদরের হোগলাডাঙ্গার বাবু মিয়া, দৌলতপুরের উজ্জ্বল ভূঁইয়া, দারিয়াপুরের রাসেল এবং সম্ভুডাঙ্গার রফিকুল ইসলাম। শহরের রূপগঞ্জের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডু (৬৫) এই চার দোকানির কাছে অবৈধ ভাবে সায়াবিন তেল বিক্রি করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টিসিবির তেল অবৈধ ভাবে বিক্রির দায়ে ডিলার পরিতোষ কুন্ডুকে ৬০ হাজার টাকা জরিমানা এবং খুচরা পর্যায়ের চার দোকানিকে আড়াই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।