Daily Gazipur Online

নড়াইলে দু’জুয়াড়ী ও এক মাদকসেবীর ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) নাজিবুল আলম দু’জুয়াড়ী ও এক মাদকসেবীকে জরিমানা ও বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। বুধবার সকালে উপজেলার নড়াগাতী থানা পুলিশ তাদের আটক করে দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ আদেশ দেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, জেলার নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের রজ্জাক মোল্যার ছেলে রফিকুল মোল্যাকে সকাল ১০টার সময় কালিয়া উপজেলার নড়াগাতী থানার চোরখালী নামক স্থান থেকে মাদক সেবনকালে পুলিশ আটক করে।তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০টাকা জরিমানা অনাদায়ে আরও ৩দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ওই নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অপরদিকে একই থানার মাউলি ইউপির গুবরাডাঙ্গা নামকস্থান থেকে বুধবার সকাল ৯টায় জুয়া খেলা অবস্থায় উপজেলার গোবরাডাঙ্গা গ্রামের খোকন ফকিরের ছেলে সোহেল ফকির(১৯)ও তেলিডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে মোরাদ হোসেনকে (১৯)পুলিশ আটক করে।ওই ম্যাজিষ্ট্রেট জুয়া আইনে তাদের দু’জনের ২০০টাকা জরিমানার আদেশ দেন।