Daily Gazipur Online

নড়াইলে নবীকে কটুক্তির প্রতিবাদে বিভিন্ন মাদ্রাসা ও আলেম ওলামাগণের আয়োজনে সমাবেশ

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: একজন মুসলিম হিসেবে ব্যাথিত হৃদয় নিয়ে উপস্থিত হয়ে সকল ধর্মপ্রাণ মুসলমানদের আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে, বিপ্লব চন্দ্রের ফেসবুক আইডি হ্যাক করে শরীফ ও ইমন নামে দুজন ব্যাক্তি আমাদের প্রিয় নবীকে কটাক্ষ করেছেন এবং তারা এটা করে বিপ্লব চন্দ্রের নিকট ১লক্ষ টাকা চেয়েছিলেন। এছাড়া ভোলায় সংঘটিত সংঘর্ষের ম‚ল্য কারন ভিডিওর মাধ্যমে দেখানো হয় যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছিলো নতুবা সেদিন ডিআইজি, এসপি সহ পুলিশের কোন কর্মকর্তা জীবিত থাকতেন না। যারা আল­াহ্ তা’আলা এর ঘর পবিত্র মসজিদে হামলা করে ভাংচুর করতে পারে, মাদ্রাসা ভাংচুর করতে পারে তারা কখনো ধর্মপ্রাণ মুসলমান হতে পারে না। ইসলাম কখনো এই শিক্ষা আমাদের দেয় নাই। আর যারা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারকে বেকায়দায় ফেলতে দেশে সা¤প্রদায়িক সংঘাত সৃষ্টির চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে সকল ধর্মপ্রাণ মুসলমানদের একত্রিত হবার প্রত্যয় ব্যাক্ত করা হয়। আজ সমাবেশে উপস্থিত আলেম ওলামা সহ সকল মুসল­ীরা দৃড়তার সঙ্গে ঘোষণা দেন ইসলাম শান্তির ধর্ম এখানে নাশকতাকারী কোন স্থান নাই এবং যে কোন ম‚ল্যে এই ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে। এছাড়া ওলামাগণ বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে দ্রæত আইনি ব্যাবস্থা গ্রহন করার পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসার সহ ইসলাম শিক্ষার উন্নয়নে গৃহীত সকল পদক্ষেপের জন্য। এছাড়া সমাবেশে জেলা পুলিশ সুপার সহ উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।