নড়াইলে পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস এর গেইট নির্মাণ কাজের উদ্বোধন

0
179
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহম্মদ জসীম উদ্দিনের পিপিএম (বার), সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস এর মূল গেইট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল) সহকারী পুলিশ সুপার মোঃ রায়হান উদ্দিন মোরাদ (প্রবেশনার), সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন (পিপিএম) সহ ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও ট্রাফিক সদস্য সহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যবৃদ। পুলিশ সুপার (এসপি) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন শেষে পুলিশ ফোর্সদের উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ কথা পুঁথিতে নয় কাজেই প্রমাণ করতে হবে। ভালো কাজে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার-এ মর্মবাণী পুলিশের প্রতিটি কার্যক্রমে বহাল থাকবে। সেই সাথে যারা উক্ত অনুষ্ঠানে ভালো পোশাক-পরিচ্ছদ পরিধান করে অংশগ্রহণ করেন তাদেরকে পুরস্কৃত করেন। এছাড়াও যারা মাদকের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অপরদিকে, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে। বিদ্যালয় চত্বরে এটি উদ্বোধন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। উদ্বোধন শেষে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ৩নং চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিজুর রহমানের সভাপতিত্বে অভিভাবক, ম্যানিজিং কমিটিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগের সাথে মতবিনমিয় সভা করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এ সময় তিনি ভবন নির্মাণের কাজ যাতে মানসম্মতভাবে নির্মিত হয় সে জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি বিশেষভাবে খেয়াল রাকার অুরোধ জানান। স্কুলের শিক্ষার মান জেলার মধ্যে ভাল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধারাবাহিকতা যাতে অব্যহত থাকে সেদিকে শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। একই সাথে বেশি বেশি করে নৈতিক শিক্ষা ওপর জোর দেয়ার জন্য অনুরোধ জানান। বিদ্যালয়ের এ ধারা অব্যহত থাকলে ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষা লাভ করার সুযোগ পাবে। তাহলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে এ দেশে। বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, সাবেক সংসদ সাঈফ হাফিজুর রহমান খোকন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমোদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. শাহ আলম, অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা এ এস মতিন, সদর উপজেলা প্রকৌশলী মো: গিয়াস উদ্দিন, দুদকের যশোরের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here