Daily Gazipur Online

নড়াইলে পূজা মন্দির গুলোতে ব্যাপক নিরাপত্তায় পুলিশ

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাঁকজমক কাত্যায়নী পূজা মন্দির গুলোতে ব্যাপক নিরাপত্তায় পুলিশ, প্রথম হেমন্তে শ্যামলী বাংলার ঘরে ঘরে শুরু হতে যাচ্ছে নবান্ন উৎসব। শীতের আগমনী বার্তায় প্রকৃতি তার চঞ্চলাবেশ ছেড়ে শান্ত-স্নিগ্ধ সাজে সজ্জিত। শরৎ ও শীতের শুভ সন্ধিক্ষণে থেকে শুরু হয়েছে শ্রী শ্রী কাত্যায়নী প‚জা। কাত্যায়নী প‚জাকে ঘিরে এখানকার সনাতন ধর্মাম্বলীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। প্রবীর কুমার কুন্ডু মদন জানান, প্রায় এক যুগ ধরে নড়াইলের লোহাগড়ায় জাঁকজমকের সাথে কাত্যায়নী প‚জা অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর নড়াইলের লোহাগড়া পৌরসভা সহ উপজেলায় ১০টি প‚জা মন্ডবে কাত্যায়নী প‚জা অনুষ্ঠিত হবে। ষষ্ঠী প‚জার মাধ্যমে শুরু হবে ৫ দিন ব্যাপী এ উৎসবের। ৫ দিনব্যাপী আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) দশমী প‚জার মাধ্যমে শেষ হবে কাত্যায়নী প‚জা। পুরাণমতে, দ্বাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণ ধরাধামে আর্বিভ‚ত হওয়ার প‚র্বে তার পিতা-মাতা ও পরিজনবর্গকে সত্যলোকে প্রেরণ করেন। ভগবান শ্রী কৃষ্ণের পিতা বাসুদেব, মাতা দেবকী এবং পরিজন বর্গ ব্রজবাসীগণ শ্রী কৃষ্ণরুপী স্বয়ং ভগবানদের পুত্র, বন্ধু, পতি এবং প্রভুরুপে পাওয়ার জন্য ব্রজবাসীগণ শ্রী কাত্যায়নী দেবীর ব্রত পালন করেছিলেন। ব্রজবাসীগণ দ্বাপর যুগে যমুনা নদীর তীরে মাসব্যাপী কাত্যায়নী দেবীর ম‚র্তিতে ফুল,ফল ও অন্যান্য উপকরণ দিয়ে প‚জা করে আসছিলেন। এ ভাবে প‚জা অর্চনা করার একমাস পর দেবী তুষ্ট হয়ে ব্রজবাসীগণকে অভীষ্ট ফল প্রদান করেন। এরপর ব্রজবাসীগণ বালুকা নির্মিত কাত্যায়নী দেবীর মুর্তিতে প‚জান্তে যমুনা নদীতে বিসর্জন দিয়ে উৎসব পালন করেন। এরপর থেকে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে শ্রী শ্রী কাত্যায়নী প‚জা পালিত হয়ে আসছে। নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী মালোপাড়া সার্বজনীন দ‚র্গা মন্দির চত্বর, নড়াইলের জয়পুর পরশমনি মহাশ্মশান, গন্ধবাড়িয়া, কুন্দশী, কালনা-কামঠানা মন্দির গুলোয় নয়নাভিরাম আলোক সজ্জা করা হয়েছে। নড়াইলের লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তা মোড়ে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোরণ। কথা হয় নড়াইলের কুন্দশী মালোপাড়া সার্বজনীন দ‚র্গা মন্দির কমিটির সম্পাদক সনজয় কুমার বিশ্বাস জানান, কাত্যায়নী প‚জা উপলক্ষে এখানকার মানুষজনদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আলোক সজ্জার মাধ্যমে কাত্যায়নী দেবীর বিভিন্ন রুপ প্রদর্শন করা হবে। এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জানান, নড়াইল জেলায় কাত্যায়নী প‚জা উপলক্ষে সংশ্লিষ্ট মন্দির গুলোতে ব্যাপক নিরাপত্তা মুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও সকলকে ইয়াবা-জঙ্গি-সন্ত্রাস-ইভটিজিং-মাদক ব্যবসা, ভ‚মিদস্যুতা ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার আহŸান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।