Daily Gazipur Online

নড়াইলে বালু ফেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভাধীন, ভাটিয়া গ্রামে রেললাইনের কাজে ব্যবহৃত বালু ফেলাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে উত্তেজনা। ফোন পেয়ে, বুধবার ৪-ডিসেম্বর ভোরে একটি মোটরসাইকেলযোগে ভাটিয়া গ্রামবাসীর পাশে উপস্থিত হন, নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), ব্যবহৃত বালু ফেলাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সৃষ্ট সমস্যার সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈায়দ জামারত আলী সহ অত্র এলাকার সকল গণ্যমান্য বক্তিবর্গ।