
উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে আয়বর্ধক কর্মস‚চি বাস্তবায়নের লক্ষ্যে বিনাম‚ল্যে উপকারভোগীদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বে-সরকারি সংস্থা দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস। ২০ জন উপকার ভোগীর মাঝে বিনাম‚ল্যে ১০ জনকে ১০ টি ভ্যান ও ১০ জন মহিলাকে ১০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি রওশন আরা কবির লিলির সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়ারুল ইসলাম, সমাজ সেবার উপ-পরিচালক রহন কুমার হালদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান,সরকারি কর্মকর্তা,সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।






