নড়াইলে বিপণন নিয়ন্ত্রণ আইন বিষয়ে সভা অনুষ্ঠিত

0
181
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০০৩ ও এর বিধিমালা, ২০১৭ বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) সকাল ১১টায় বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর সহযোগিতায় নড়াইল সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের সিভিল সার্জন সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইল সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ নড়াইল জেলায় কর্মরত চিকিৎসক ও সেবিকাবৃন্দ। বিশেষ অতিথি নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০০৩ ও এর বিধিমালা, ২০১৭ এর দ্বারা স্বাস্থ্যক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে। এ আইনের প্রত্যেকটি ধারা সম্পর্কে সকলে অবগত থাকলেও স্বাস্থ্য সেবার মান আরও বেশি নিশ্চিত হবে বলে তিনি মত প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here