নড়াইলে বড় ভাইয়ের লাশ দাফনের পর মেজো ভাইয়ের মৃত্যু

0
229
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: বড় ভাইয়ের লাশ দাফনের ৩ ঘন্টা পরে মেজো ভাইয়েরও মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, নড়াইলের লোহাগড়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও নড়াইলের লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান সিকদার শাহিদুর রহমান (৭০) গত শনিবার খুলনা শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় চরবকজুড়ি গ্রামে পারিবারিক গোরস্থানে সিকদার শাহিদুর রহমানের লাশ দাফন করা হয়। এদিকে বড় ভাই সিকদার শাহিদুর রহমানের দাফনের পর তার মেজো ভাই শাহাদত সিকদার (৬০) দীর্ঘদিন অসুস্থ থাকার পরে রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন শাহাদত সিকদারকে দ্রুত চিকিৎসার জন্য নড়াইলের লোহাগড়া বাজার সংলগ্ন ডক্টরস স্পেশালাইজড হাসপাতালে আনলে সেখানে তার মৃত্য হয়। শাহাদত সিকদার, নড়াইলের লোহাগড়া বাজারের ব্যবসায়ী ছিলেন। চরবকজুড়ি গ্রামের মৃত মকলেস সিকদারের ছেলে প্রয়াত সিকদার শাহিদুর রহমান ও শাহাদত সিকদারের ছোট ভাই নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিকদার নজরুল ইসলাম বলেন, আমার এই দুই ভাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। দুই ভাইকে হারিয়ে আমরা অভিভাবক শুন্য হয়ে পড়লাম। নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না বলেন, নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়াত সিকদার শাহিদুর রহমান ও শাহাদত সিকদারের অবদান চিরদিন স্মরণ করবে লোহাগড়ার আওয়ামী লীগ নেতা-কর্মীসহ সাধারণ মানুষ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here