নড়াইলে মসজিদের দেয়াল ধসে শিশুর মৃত্যু

0
230
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পুরনো কেন্দ্রীয় মসজিদ ভাঙ্গার সময় ইটের দেয়াল ধসে আকাশ মোল্যা নামে ১০ বছরের এক পথচারী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০,জুলাই) সকাল ৯টার দিকে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারীভাবে নতুন ভবণ নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভাঙ্গার কাজ চলছিল। মঙ্গলবার (৩০,জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মসজিদের রাস্তার পাশের দেয়ালের একটি অংশ ধ্বসে পড়ে। এসময় নড়াইলের কালিয়া পৌরসভার বড়কালিয়া এলাকার হোসাইন মোল্যার ছেলে আকাশ মোল্যা চাপা পড়ে এবং গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রæত নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইলের কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম, নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের কালিয়া উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদটি সরকারীভাবে নতুনভাবে মসজিদ নির্মাণের জন্য পুরনো মসজিদটি ভেঙ্গে ফেলার কাজ চলছিলো। বৃষ্টির কারণে ওয়ালের একটি অংশ রাস্তার ওপর ধ্বসে পড়লে ওই শিশুটির মাথা ও পা সহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here