নড়াইলে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

0
200
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল তিনিধি: নড়াইলে ৩১ বার তপোধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের কর্মস‚চি শুরু নড়াইলে সৃর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মস‚চি শুরু হয়েছে। এরপর শিল্পকলা একাডেমী চত্ত¡রে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, আদালত সংলগ্ন বধ্যভ‚মি ও পানি উন্নয়ন বোর্ড অফিসের গণকবর, পুরাতন বাস টার্মিনালে অবস্থিত বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্ফমাল্য অর্পন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, নড়াইল বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এরপর বীরশ্রেষ্ঠ ন‚র মোহাম্মদ ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সারাদেশে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় জেলা পর্যায়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ পুলিশ বিভাগ, আনসার বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসকল অনুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিল, এ সময় উপস্থিত ছিলেন মোঃ শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলার বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here