

নড়াইল প্রতিনিধি: নড়াইলে মিলন মন্ডল (৩৫) নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পলাতক মিলন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার যাদবপুর বড়বাড়ী গ্রামের আশরাফ মন্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রæয়ারি দুপুরে যশোর-নড়াইল সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় ৫০ বোতল ফেনসিডিলসহ মিলনকে আটক করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।
