Daily Gazipur Online

নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কলেজ শিক্ষক (অবঃ) অরুণ রায় কে গলা কেটে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একই স্থানে শোক ও প্রতিবাদ সভা হয়। বেনাহাটি গ্রামের সমাজ সেবক বাবু অসিত বরণ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু রবিন্দ্রনাথ বিশ্বাস। উপস্থিত ছিলেন নিহত অরুণ রায়ের স্ত্রী মাধ্যমিক ও উচ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলর উপ-পরিচালক নিভা রাণী পাঠক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার বাবু অপূর্ব অধিকারী, বাবু নিখিল চন্দ্র পাঠক, বিপুল বিশ্বাস প্রমূখ। বক্তারা হত্যাকারীকে আটক করে বিচার দাবী করেন।