Daily Gazipur Online

নড়াইলে মিষ্টান্ন দোকানে ১০ হাজার টাকা জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া বাজারের দুলাল মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ মিষ্টান্ন ভান্ডারের মালিক বাবলা সাহা। সকালে ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নড়াইলের লোহাগড়ার সহকারী কশিনার (ভ‚মি) ও নির্বাহী হাকিম এম এম আরাফাত হোসেন। এ সময় সঙ্গে ছিল নড়াইলের লোহাগড়া থানার পুলিশের সদস্যরা। এম এম আরাফাত হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানের পেছনপাশে মিষ্টি বানানো হয়। সেখানে চিনির শিরায় পোকা-মাকড় পাওয়া যায়। পুরোনো ও পচা ওই চিনির শিরা ব্যবহার করেই প্রতিনিয়ত মিষ্টি বানানো হয়। এ ছাড়া নোংরা মাটিতে ও নোংরা পরিবেশে মিষ্টি বানানো হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর আগেও ওই দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। কিন্তু তাঁদের পরিবর্তন হয়নি। মালিক বাবলা সাহা বলেন, ‘এখন থেকে চেষ্টা করব স্বাস্থ্যসম্মত উপায়ে মিষ্টি বানাতে।’