Daily Gazipur Online

নড়াইলে মোমবাতি জ্বালিয়ে স্মরণানুষ্ঠান

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিয়ে ২৫ মার্চের রাতে নির্মম সেই হত্যাকান্ডে নিহতদের স্মরণ করা হয়েছে। জেলা প্রশাসন, শেখ রাসেল ক্রীড়া চক্র ও বন্ধুসভার আয়োজনে মোমবাতি জ্বালিয়ে স্মরণানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এ সময় ১৯৭১ সালে সংঘটিত ঘটনা সেই নির্মমতার গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাংবাদিক কার্ত্তিক দাস, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ঘণ্টাব্যাপী মোমবাতি প্রজ্জ্বালনকালে বক্তব্যের পাশাপাশি কবিতা আবৃত্তি ও স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।