নড়াইলে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

0
198
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে শনিবার(২০ এপ্রিল) সকালে নড়াইলে শেষ হয়েছে ছয় দিন ব্যাপী শিশু আনন্দ মেলা। জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিশু একাডেমি চত্বরে এ মেলা হয়। শিশু আনন্দ মেলায় শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, ভাষণ, যেমন খুশি তেমন সাজো, নৃত্য, ঝুঁড়িতে বল নিক্ষেপসহ ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করে। সমাপনীতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ওয়ালিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিসি আনজুমান আরা এবং বিশেষ অতিথি ছিলেন এএসপি মো. শরফুদ্দিন ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় শিশু একাডেমির কর্মকর্তা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু ও অভিভাবকগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here