
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বাকাহীদ হোসেন, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম। সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ঈমাম, পুরোহিত, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় টেকসই উন্নয়নে বিভিন্ন প্রকল্প ও কাজের সঠিক বাস্তবায়নে দিক-নির্দেশনাম‚লক পরামর্শ গ্রহণ করা হয়। এ সময় প্রধান অতিথি খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। আর সরকারের এ উন্নয়নের পথ আরো প্রশস্ত করার জন্য সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, টেকসই উন্নয়নের জন্য শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থার প্রচলন, সকলের জন্য ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং সকল স্তরে কার্যকর, জবাববিদিহিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান বিনির্মাণে সকলকে একযোগে এগিয়ে যেতে হবে। নড়াইলের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, সর্বত্র সব ধরনের দারিদ্রের অবসান ঘটিয়ে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টিতে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে সক্ষম হবে।






