Daily Gazipur Online

নড়াইলে স্বর্ণপট্টিতে নিরাপত্তা পরিদর্শন ও মতবিনিময়

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধ করতে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পুলিশের পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জুন) বেলা ২টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নড়াইল জেলা শাখার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন, পিপিএম, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর নড়াইল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, নড়াইল জেলা ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দ প্রমুখ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রায় শতাধিক স্বর্ণ ব্যবসায়ী উপস্থিত বক্তব্য রাখেন। সভায় আইনশৃংখলা উন্নয়নসহ দিক নির্দেশনা দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন, আসন্ন ঈদকে ঘিরে প্রতারক চক্র মার্কেটে খুবই সক্রিয় থাকে। এজন্য তাদের অপকর্ম রোধে প্রত্যেকের দোকানে সিসি ক্যামেরা থাকা জরুরি। সেই সাথে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানানোর নিদের্শ দেন তিনি।