Daily Gazipur Online

নড়াইলে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে সড়ক দুর্ঘটনায় কৃষক গোলাম নবী শেখ (৪৮) মারা গেছেন। যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে তিন দফা অপারেশনের পর তার বাম পা কেটে ফেলতে হয়। আহত গোলাম নবী সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের ডৌয়াতলা গ্রামের মোন্তাজ শেখের ছেলে। দিবাগত রাত ২টার দিকে গত ১৭ নভেম্বর নড়াইল শহরের শেখ রাসের সেতুর পূর্বপাশে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সাথে ধাক্কা লাগলে গোলাম নবীসহ আট যাত্রী আহত হন।