Daily Gazipur Online

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের গ্রামে ইয়োলো গাং সাবধান

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ও নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র, আন্তরিক প্রচেষ্টায় ইয়োলো গাং দংর্নীতি, অন্যায়, অবিচার, ইভটিজিং সহ সকল সামাজিক ব্যাধি প্রতিরোধে নড়াইল জেলার সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের এঁগার খান হাতিয়ারা গ্রামের ২৫ জন নারীকে নিয়ে ইয়োলো গাং (সামাজিক সংগঠন) গঠিত হল, এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে, জেলা পুলিশের আযয়োজনে, নড়াইল সিটি কলেজের অধ্যাক্ষ মোঃ মনিরুজ্জামান মলি­কের সভাপতিত্বে, আব্দুল হাই ডিগ্রি কলেজ কমিউনিটি পুলিশি ডে-২০১৯ উপলক্ষে, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় কমিউনিটি পুলিশের ভ‚মিকাই মুখ্য। এ বিষযরে উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ ইমরান (সদর সার্কেল) নড়াইল সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সকলকে মাদক, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহŸান জানান। নড়াইলে পালিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যশোর ও নড়াইল সার্কেলের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও সড়ক নিরাপত্তা প্রদর্শনীর আয়োজন করা হয়। র‌্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনজুমান আরা এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, সহকারি পরিচালক বিআরটিএ যশোর ও নড়াইল মোঃ মোরশালিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সহ-সভাপতি আঞ্জুমান আরা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।