Daily Gazipur Online

নড়াইলে ১০০ পিস ইয়াবা সহ চাকুরী চুত্য সেনাসদস্য গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ নড়াইল জেলা কারাগারের সামনে থেকে নড়াইল জেলা ডিবি পুলিশের এস আই তাহিদুর রহমান, এ এস আই আনিস, এ এস আই নাহিদ, কং শী নারায়ন, সরোয়ার, মফিজ, বাবু মোহন কুন্ডু, সুফিয়ান, রকিবসহ জেলা ডিবি পুলিশের টিম।
নড়াইল জেলা ডিবি পুলিশের এস আই তাহিদুর রহমান বলেন গোপন সংবাদের ভিতিতে অভিযান চালিয়ে একশত পিস ইয়াবা ধৃত আসামি, মোঃ এস,এম সৌরভ হোসাইন (চাকুরী চুত্য সেনাসদস্য), পিতাঃ এস এম মোক্তার হোসাইন, মাতা মোছাঃ রুপা পারভীন,সাং ভিটাসাইর,থানা জেলাঃ মাগুরা কে ১০০(একশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ নড়াইল সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।