নড়াইল জেলা আ’লীগের সম্মেলন

0
310
728×90 Banner

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: দলীয় সুত্রে জানা গেছে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। উলে­খ্য, এর আগে ২০১৫ সালের ১৫ই ফেব্রুয়ারি নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসকে সভাপতি এবং নিজাম উদ্দিন খান নিলুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আগামী মাসের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার আগেই জেলা সম্মেলন সম্পন্ন হচ্ছে। যার ফলে শেষ হচ্ছে জেলা সম্মেলনগুলো। এদিকে নড়াইল জেলা সম্মেলনের আগে দলীয় নেতা-কর্মীদের মধ্যে গুনঞ্জন শোনা যাচ্ছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের অবস্থান সম্পর্কে নেতা কর্মীরা অবগত আছেন নিশ্চয়? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রার্থীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত তুলেও ধরছেন সমর্থকরা। সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট (জিপি) বাবু অচিন চক্রবর্তী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা চেম্বর অব কমাসের সভাপতি মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক ল²ীপাশা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, নড়াইল জেলা পাবলিক লাইব্রেয়ারীর নির্বাচিত সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সদস্য কাজী বসিরুল হক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি ও জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদুল বাসার ডলার নাম শোনা যাচ্ছে। সম্মেলন সম্পর্কে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল জানান, আগামী ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সেলের পরিচালক ইঞ্জিনিয়ার খশরুল আলম পলাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে সভাপতি-সম্পাদক প্রর্থীদের ২৫ হাজার টাকা দিয়ে আবেদন ফরম ক্রয় করতে হবে। ২৬ থেকে ৩০ নভেম্বর পর্যন্তু আবেদন ফরম কেনা যাবে এবং ১ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে প‚রণকৃত ফরম জমা দিতে হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উলে­খ্য করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি হিসাবে লোহাগড়া উপজেলা ও নড়াগাতি থানা আওয়ামীলীগের সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি চলছে বলেও জানান সভাপতি-সম্পাদক। নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কে হচ্ছেন সভাপতি, সম্পাদক এনিয়ে জেলার সর্বত্র জল্পনা-কল্পনা চলছে। এসব জল্পনা-কল্পনার অবসান ঘটানোর জন্য ইতিমধ্যে নড়েচড়ে বসছেন জেলার সম্ভাব্য সভাপতি-সম্পাদক প্রার্থীরা। ইতোমধ্যে সম্ভাব্য সভাপতি-সম্পাদক প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। ধর্না দিচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছেও। সম্মেলনের ফলে নেতা-কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নড়াইল শহরে তোরণ প্রদর্শনের প্রতিযোগিতায় কমতি নেই। নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মেলন ৩ ডিসেম্বরকে কেন্দ্র করে এসব উৎসবম‚খর পরিবেশ তৈরী হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ ছবি সংযুক্ত ##
নড়াইলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত এরা কারা!!
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি■ ২৭৪: \ নড়াইলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত রেল লাইনে জমি এরা কারা উন্নয়ন কাজে যেন জনগন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে নজর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশ থাকলেও নড়াইলে রেল লাইনে জমি অধিগ্রহনের ব্যপারে তা মানা হচ্ছেনা। জমি অধিগ্রহনে কয়েক শত কৃষক আর্থিক দিকে মারাক্তকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রকৃত পক্ষে বর্তমানে (সরেজমিনে) জমি ডাঙ্গা শ্রেনী থাকলেও জমির মালিককে ধানী হিসাবে ক্ষতিপ‚রন দেওয়া হচ্ছে আবার অনেক জমি পুরানো বাড়ি ঘর (স্থপনা ) থাকলেও সেই জমি বাস্ত হিসাবে ক্ষতিপ‚রন না দিয়ে ডাঙ্গা হিসাবে ক্ষতিপ‚রন দেওয়া হচ্ছে। এতে মারাক্তকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত প্রান্তিক কৃষক। বর্তমান বাজার ম‚ল্যে জমির যে দাম আছে তার তিনের একভাগ দামও পাচ্ছেনা ক্ষতিগ্রস্তরা। এসকল কৃষকের দাবী জমির বর্তমান বাজার ম‚ল্যের দিকে বিবেচনা করে প‚নরায় তদন্ত করে জমির মালিকদের প্রকৃত (নায্য) ক্ষতিপ‚রন দেওয়া হোক। সরেজমিনে দেখা গেছে, নড়াইল শহরের নড়াইল-মাগুরা সড়কের পাশে দ‚র্গাপ‚র মৌজায় এস এ ৮৪৯, ৮৫০, ৮২৩, ৮২৪, ৮২৫, ৮০৭, ১২১৯ দাগের জমি বাস্তবে ঘরবাড়ি (স্থাপনা) থাকলেও থাকলেও অধিগ্রহনে সেই সব জমি ডাঙ্গা হিসাবে দেখানো হয়েছে। বর্তমানে এসকল জমির বাজারম‚ল্য ৫ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত শতক থাকলেও জমির মালিকরা শতক প্রতি ক্ষতিপ‚রন পাচ্ছে মাত্র বর্তমান বাজার দামের তিনের এক অংশ। এতে মারাত্মকভাবে ক্ষতি গ্রস্ত হচ্ছে জমির মালিকরা। ১২১৯ দাগের একজন মালিক বলেন, নড়াইল-মাগুরা সড়কের পাশে দ‚র্গাপুর মৌজায় ১২১৯ ও ১২২০ দাগে তাদের বসত ভিটা। সি এস , এস এ এবং আর এস রেকর্ডে তাদের এই জমি বাস্ত হিসাবে আছে। বাপ, দাদার আমল থেকে শুরু করে তিনিও বাস্ত হিসাবে খাজনা (দাখিলা) দিয়ে আসছে…। অথচ ১২১৯ দাগে তাদের জমি পুকুর ও বাগান হিসাবে দেখানো হয়েছে। এতে জমির বাজার ম‚ল্যের তিন ভাগের এক ভাগ দামও পাচ্ছেনা তারা। তিনি আরও জানান, তিন বছর আগে এই জমি কিছু অংশ প্রায় ৪লক্ষ টাকা করে বিক্রি করলেও রেল লাইনে জমির ক্ষতিপ‚রন হিসাবে তিন গুন দিয়ে শতক প্রতি দেওয়া হচ্ছে মাত্র ১লক্ষ ত্রিশ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা। এতে তার শতক প্রতি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা অর্থনৈতিক ভাবে ক্ষতি হচ্ছে। তার দাবী বিষয়টি বিবেচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এদিকে একই মৌজায় ৫৭৯, ৫৮০,৭৭২,৭৭৩, ৭৭৪, ৭৭৫, ৭৭৬, ৭৭৭, ৭৮৬, ৮০২, ৮০৪, ৮০৫, ৮০৬ জমি বর্তমানে ডাঙ্গা হিসাবে থাকলেও সেই জমি ধানী হিসাবে ক্ষতিপ‚রন নির্ধারন করা হয়েছে। এতে এই সব জমির মালিকরা নায্যম‚ল থেকে বঞ্চিত হচ্ছে। এসকল জমির মালিকরাও প্রকৃত জমির বাজার ম‚ল্য থেকে অনেক কম ক্ষতিপ‚রন পাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসকল জমিতে বছরের পর বছর কোন ফসলের চাষাবাদ হয়না। শতক প্রতি উচু এসকল জমির বাজার ম‚ল্য বর্তমানে ২লক্ষ ৫০ হাজার থেকে তিনলক্ষাধিক টাকা। অথচ এসকল জমির মালিকদের ক্ষতিপ‚রন দেওয়া হচ্ছে মাত্র ১লক্ষ ১৯ হাজার টাকা করে। ৮০২ দাগের আরেকজন মালিক বলেন, দ‚র্গাপুর মৌজায় তার জমি রেকর্ডে ডাঙ্গা হিসাবে থাকলেও তার জমি ধানী হিসাবে দেখানো হয়েছে। তার জমির বর্তমান বাজার ম‚ল্য অন্তত তিন লক্ষ টাকা থাকলেও ধানী হিসাবে সরকারী ম‚ল্যেও তিন গুন দেওয়ার পরে ক্ষতিপ‚রন পাবেন মাত্র ১লক্ষ ১৯ হাজার টাকা। এতে তিনি প্রতি শতক প্রতি ২ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হবেন। বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানান তিনি। শুধু ১২১৯ ও ৮০২ দাগের মালিকই নয় এরকমের আরও অনেক কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে এই অধিগ্রহনে। এদিকে ভওয়াখালী মৌজায় সরেজমিন অনুযায়ী ৭৮৩, ৭৮৬, ৭৭১, ৭৭২, ৮২৫ সহ কয়েকটি দাগে জমি ডাঙ্গা হিসাবে ক্ষতিপ‚রন পাওয়ার কথা থাকলেও এসকল জমির মালিকরা ধানী হিসাবে ক্ষতিপুরন পাবেন বলে জানা গেছে। এতে জমির মালিকরা প্রতি শতকে ২লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে ভওয়াখালী-দ‚র্গাপ‚র মৌজায় যে সকল জমি ধানী হিসাবে দেখানো হয়েছে, তার অধিকাংশ জমির পাশে বসতবাড়ি। অকৃষি এসকল উচু জমি দীর্ঘদিন কোন চাষাবাদ হয়না। নিয়ম অনুযায়ী ক্ষতিপ‚রনের জন্য এসকল জমি ডাঙ্গা হিসাবে নির্ধারন করার কথা থাকলেও অজানা কারনে ধানী হিসাবে দেখানো হয়েছে। নড়াইল জজ কোটের কয়েকজন সিনিয়র আইনজীবী জানান, আইন অনুযায়ী প্রথম শ্রেনীর পৌরসভার মধ্যে এসকল জমিগুলো অকৃষি (ডাঙ্গা) হিসাবে নির্ধারন হওয়া উচিত। বিশেষ করে নড়াইল শহরের প্রানকেন্দ্র দ‚র্গাপুর এবং ভওয়াখালী মৌজার জমি ধানী হিসাবে দেখানো হলে সেটি আইন হবে। কোন কারনে যদি শহরের প্রান কেন্দ্রের এসকল জমি ধানী। ভওয়াখালী ও দুর্গাপুর মৌজা পাশাপাশি হলেও পুকুর শ্রেনীতে শতক প্রতি ভওয়াখালী মৌজায় নয় লক্ষাধিক টাকা নির্ধারন হলেও দ‚র্গাপুর মৌজায় পুকুর শ্রেনীতে নির্ধারন হয়েছে মাত্র ১ লক্ষ ৩২ হাজার টাকা। পাশাপাশি দুটি মৌজায় একই মাপের (একই সমম‚ল্যের) জমি হলেও শতক প্রতি কোন জমির মালিক পাচ্ছে নয় লক্ষাধিক টাকা আর কোন জমির মালিক পাচ্ছে মাত্র ১ লক্ষ ৩২ হাজার টাকা। এতে জমির মালিকদের মাঝে চরমক্ষোভ বিরাজ করছে। আইন অনুযায়ী দ‚র্গাপুর মৌজার বাস্ত শ্রেনীর জমির ম‚ল্যের তিনের দুই ভাগ পুকুর শ্রেনীর দাম নির্ধারন করার কথা থাকলেও সেটি করেনি। অধিগ্রহন সংশ্লিষ্ঠরা জানান, অনুযায়ী জমির মালিকদের ক্ষতিপুরন নির্ধারন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here