
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: দীর্ঘদিন অহিবাহিত হলেও নড়াইলের জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। জেলা সভাপতি-সাধারণ সম্পাদক দলীয়। হতাশ হয়ে পড়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের পদ প্রত্যাশীরা এ দৈন্যদশা। জানাগেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় দেড় বছর পর ২০১৭ সালের ৯ মে তারিকুল ইসলাম উজ্জ্বলকে সভাপতি, জয়দেব কুমার দাস ও গাজী রাজিব আহম্মেদ রাজুকে সহ-সভাপতি এবং জিএস পলাশকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। দির্ঘদিন পর কমিটি হওয়ায় দলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। তবে দীর্ঘদিন অহিবাহিত হলেও জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি সভাপতি-সম্পাদকদ্বয়। কেন্দ্রে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি জমা দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানাগেছে। যার মধ্যে ঢাকায় অবস্থানকারী এমনকি দেশের বাইরে অবস্থান করলেও তাদের নাম রহস্যজনক কারণে রাখা হয়েছে ওই তালিকায়। এর মধ্যে ঢাকায় অবস্থান করেন কাজী মুশফিকুর রহমান,আব্দুল্লাহ আল মামুন চঞ্চল, কাজী জাহিদুল ইসলাম, কাজী নাহিদুর রহমানসহ আরও অনেকে। এছাড়া দেশের বাইরে অবস্থান করেন নিকসন রহমান, কবির হোসেন (সম্প্রতি দেশে এসেছেন), মহসিন আলম(সম্প্রতি দেশে এসেছেন), মো.আজাদ হোসেনসহ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতৃবৃন্দ জানায়, সভাপতি-সম্পাদকের স্বেচ্ছাচারিতা বিরুদ্ধে কথা বললে দল থেকে বাদ দেয়াসহ বহিস্কারের হুমকি দেন। তাদের বিরুদ্ধে ভয়ে দলীয় নেতৃবৃন্দ মুখ খুলতে সাহস পাননা। কেন্দ্রের অনুমোদন ছাড়া সভাপতি-সম্পাদক দু’জনের স্বাক্ষরিত বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন পদ উল্লেখ করে চিঠি দিয়েছেন। অথচ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কোন কমিটিই অনুমোদ দেননি। প্রায় এক বছর পূর্বে একটি তালিকা কেন্দ্রে জমা দেওয় হয়েছে বলে জানাগেছে। দলীয় নেতৃবৃন্দ আরও জানায়, স্থানীয় এমপি বিভিন্ন সংগঠনের নামে নদী তীরবর্তী অস্থায়ীবাধ নির্মানের জন্য ভাঙ্গন প্রতিরোধে জন্য কাজ ভাগ করে দেন। এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগও রয়েছে। তাদের দেয়া হয়েছে প্রায় দুই কোটি টাকার কাজ। জেলা স্বেচ্ছাসেবক লীগের নামে কাজ দেয়া হলেও সভাপতি-সম্পাদক দু’জনে মিলে কাজ ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।যারা এ কাজের বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করবে তাদের দল থেকে বাদ দেয়ার হুমকিও দেন তারা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক যথাক্রমে জি এস পলাশ বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে কিছু নেতাদের জেলা কমিটিতে পদ উল্লেখ করে চিঠি দেয়া হয়েছে এ কথা সত্য। আগামী দু’মাসের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি পাওয়া যাবে বলে আশা করছি। সংগঠনের নাম ভাঙ্গিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ টেন্ডারবাজী বা সংগঠন বিরোধী কোন কর্মকান্ড করেনি। অহেতুক উদ্দেশ্যমূলকভাবে আমাদের ওপর মিথ্যা অভিযোগ এনে দোষারুপ করা হচ্ছে বলে তাদের দাবি। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুলের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ত আছি বলে ফোন কেটে দেন।
