Daily Gazipur Online

নড়াইল ডিবির পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়াী গ্রেফতার

উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলের থেকে কুখ্যাত ইয়াবা ব্যবসায়াী নড়াইলের লাহুড়িয়া গ্রামের মোঃ মুসাক শেখ’র ছেলে বাবু মিয়া (৪০)কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) মাদকমুক্ত নড়াইল জেলা গড়ার লক্ষ্যে জেলা পুলিশের সকল সদস্যকে একযোগে কাজ করার নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিতিতে নড়াইলের থেকে কুখ্যাত ইয়াবা ব্যবসায়াী নড়াইলের লাহুড়িয়া গ্রামের মোঃ মুসাক শেখ’র ছেলে বাবু মিয়াকে ৭০ পিস ইয়াবাসহ ও নড়াইলের কালিয়া থানার পুরুলিয়া গ্রামের ছানা উললার ছেলে মোহাম্মদ সরিফুল ইসলাম (৪৮)কে ৫০০ গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার ডিবি পুলিশ। নড়াইল ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলির’র নেতৃত্বে এ এস আই কামরু জামান কামরুলসহ (ডিবি) চৈাকস টিম। নড়াইলের (ডিবি) পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিতিতে নড়াইলের থেকে কুখ্যাত ইয়াবা ব্যবসায়াী নড়াইলের লাহুড়িয়া গ্রামের বাবু মিয়াকে ৭০ পিস ইয়াবাসহ ও নড়াইলের কালিয়া থানার পুরুলিয়া গ্রামের ছানা উললার ছেলে মোহাম্মদ সরিফুল ইসলাম (৪৮) নিজ বাড়িতে গাঁজা বিক্রি সংবাদ পেয়ে দ্রæত গতিতে ছুটে জায় ডিবি পুলিশের এস আই সৈায়দ জামারত আলি, এ এস আই কামরু জামান, কং জাহাংগির, কং সুইটসহ (ডিবি) পুলিশের চৈাকস টিম নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ও ৫০০ গাঁজাসহ তাকে হাতে নাতে গ্রেফতার ২ জনকে গ্রেপ্তার করে এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), সম্প‚ণরূপে মাদক নির্ম‚ল না হওয়া পর্যন্ত নড়াইল জেলায় সর্বাত্মক পুলিশী অভিযান অব্যাহত থাকবে।