Daily Gazipur Online

নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়: অপহরণকারী পঞ্চগড়ে গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়: অপহরণকারী পঞ্চগড়ে গ্রেফতার!! দীর্ঘ পাঁচ বছর যাবৎ বন্ধুত্ব। এই সম্পর্কের কারণেই বন্ধু আনিসের সঙ্গে তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায় বেড়াতে যান আকমল শেখ। পরে আকমল শেখকে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আনিস। নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের আকমল শেখের কথা। সোমবার (১ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),। পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জানান, নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে আকমল শেখের (৫০) সঙ্গে প্রায় ৫ বছর আগে পঞ্চগড় জেলার বোদা থানাধীন বৈরতি গ্রামের আনিসের পরিচয় হয়। এর স‚ত্র ধরে প্রায়ই আনিস নড়াইলে আকমলের বাড়িতে যাতায়াত করতে থাকে। এভাবে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। গত ২৯ মার্চ আকমলকে নিজ বাড়িতে বেড়াতে নিয়ে যায় আনিস। এরপর পথে পঞ্চগড়ে নিয়ে অপহরণ করে আকমলের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আকমলের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নড়াইল সদর থানায় জানানো হয়। আর এই খবর পাওয়ার পর পুলিশ সুপার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে এবং একটি বিশেষ অপারেশন টিম পঞ্চগড় জেলায় পাঠিয়ে দেয়। পঞ্চগড় জেলা পুলিশের সহযোগিতায় রোববার (৩১ মার্চ) আকমল শেখকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারী আনিসের সহকারি মোঃ লুৎফার রহমান(৩৮),গ্রেফতার করে পুলিশ ।সোমবার (০৮ এপ্রিল) নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর সময় নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জানান, অপরাধী দেশের যে প্রান্তেই থাকুক না কেন পুলিশ তাকে গ্রেফতার করবেই এবং ম‚ল অপরাধী কে গ্রেফতার না করা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থকবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সদর) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল). নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেন। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.শাহীদুল ইসলাম শাহী, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় জেলা পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), তার কার্যালয়ে দুপুর সাড়ে ১২ টায় এক সাংবাদিক সম্মেলনে বলেন,‘আকমল অপহৃত হওয়ার পর প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশের একটি বিশেষ অপারেশন টিম পঞ্চগড়ে পাঠাই। পুলিশ একজনকে গ্রেফতার করে। অন্য আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।