Daily Gazipur Online

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিরুদ্ধে অভিযোগ

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দের বিরুদ্ধে বিদ্যালয়ের অব্যবস্থপনা, দুর্নীতি, অনিয়ম, অপসারণসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে জেলা প্রশাসককের কার্যালয় ঘেরাও করে এ কর্মস‚চি পালিত হয়। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগে প্রদান করেন। শিক্ষার্থীরা লিখিত অভিযোগে উলে­খ্য করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের সময়স‚চি পরিবর্তন করায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে, বিদ্যালয় সুপেয় পানি ও টয়লেটের ব্যবস্থা খুবই নাজুক, আইডি কার্ডসহ বিভিন্ন কার্যক্রমের জন্য টাকা নেওয়া হলেও তা আজ পর্যন্ত কার্যকর করা হয়নি। এছাড়া তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সব সময় খুব খারাপ ব্যবহার করে থাকেন। এ সকল ঘটনার অবসান ও প্রতিকারের জন্য তাদের এই প্রতিবাদ। অভিযুক্ত নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার কওে, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে বলেন, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে প্রাইভেট পড়াতে নিষেধ করায় ওইসব শিক্ষক তাদের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছেন আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য। জেলা প্রশাসক আনজুমান আরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।