Daily Gazipur Online

নয় দিন পর পুনরায় চালু হলো টঙ্গী ব্রিজ

মোঃরফিকুল ইসলাম মিঠু: জনসাধারনের চলাচলের টঙ্গী- আব্দুল্লাহপুর ব্রিজ নয় দিন পর পুনরায় চালু করা হয়েছে। আজ রবিবার (২১ নভেম্বর, ২০২১) দুপুর ১২টা থেকে ডিএমপি ও জিএমপি যৌথভাবে আব্দুল্লাহপুর ব্রিজ চালু করেছে।
গত ১২ নভেম্বর, ২০২১ আব্দুল্লাহপুর ব্রিজে ফাটল দেখা দেওয়ায় উত্তরা গাজীপুর চলাচলে ওয়ান ওয়ে সিস্টেম চালু করা হয়েছিল। সেতু কর্তৃপক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আব্দুল্লাহপুর ব্রিজের মেরামত কার্যক্রম সম্পন্ন হওয়ায় ওয়ান ওয়ে সিস্টেম বন্ধ করে স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করতে বলা হয়েছে।
টংগী থেকে ঢাকায় প্রবেশের জন্য আগত গাড়িগুলো আব্দুল্লাহপুর ব্রিজ ব্যবহার করবে।
উত্তরা থেকে টংগী প্রবেশের জন্য আগত গাড়িগুলো আব্দুল্লাহপুরে সাম্প্রতিক সময়ে নির্মাণকৃত অস্থায়ী বেইলি ব্রিজ ব্যবহার করবে।