পটুয়াখালীর দুমকিতে বিনামূল্যে অত্যাধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান

0
285
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত লুথ্যারেন হেলথ কেয়ার বাংলাদেশে দুই দিন ব্যাপী ডেন্টাল ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও আশেপাশের প্রায় পাঁচ শতাধিক গরীব রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অত্যাধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র ডেন্টাল সার্জন ডা. হেলেন রেমা ও লুথ্যারেন হেলথ কেয়ার বাংলাদেশের যৌথ উদ্দ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী এই ডেন্টাল ক্যাম্পে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের ১০ জন ইন্টার্ন চিকিৎসক ,রাজশাহী মেডিকেলের একজন মহিলা চিকিৎসক ও ৩ জন ডেন্টাল সহকারী অংশগ্রহন করেন।
অত্যাধুনিক দন্ত চিকিৎসার সাথে অত্র উপজেলার প্রায় ২৫০ জন স্কুল শিক্ষার্থীকে সঠিক ভাবে ব্রাশ করার পদ্ধতি হাতেকলমে শেখানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ডেন্টাল ক্যাম্পের দায়িত্বে থাকা সিনিয়র ডেন্টাল সার্জন ডা. হেলেন রেমা বলেন, আমরা পটুয়াখালির এই প্রত্যন্ত দুমকি উপজেলায় ডেন্টাল ক্যাম্প করেছি যার মুল উদ্দ্যেশ্য হলো গ্রাম অঞ্চলের মানুষও যেন আধুনিক দন্ত সেবা পায়। যেহেতু দন্ত চিকিৎসা অনেক ব্যয়বহুল বেশিরভাগ মানুষ এর ব্যয় বহন করতে পারেন না তাই আমরা প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চলে সাধারন মানুষের কাছে আধুনিক দন্ত সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুখ ও দাতের যত্নের ব্যাপারে খুবই উদাসীন ,অথচ মুখের ক্যান্সার ও দাতের বিভিন্ন রোগের জন্য এই উদাসীনতা বা অজ্ঞতাই দায়ী।


সাধারন মানুষকে সচেতন করার জন্য আমরা বিভিন্য সচেতনতা মুলক প্রামান্যচিত্র পদর্শন করেছি এবং তাদের কে মুখ ও দাতের রোগ প্রতিরোধ সম্পর্কে বিভিন্য সচেতনতা মুলক পরামর্শ প্রদান করেছি। এছাড়া আমরা অত্র উপজেলার প্রায় ২৫০ জন স্কুল শিক্ষার্থীকে সঠিক ভাবে ব্রাশ করার পদ্ধতি হাতেকলমে শিখিয়ে দিয়েছি কারন গবেষণায় দেখা গেছে সঠিক ভাবে ব্রাশ করলেই ৬০-৭০ শতাংশ দাতের রোগ প্রতিরোধ সম্ভব।
এসময় ডেন্টাল ক্যাম্পে কর্মরত ডা. আলিম আল রাজী জানান, এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা রোগীদের বিনামূল্যে অত্যাধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান করেছি। এর সাথে দুমকি উপজেলার প্রায় ২৫০ জন স্কুল শিক্ষার্থীদের সঠিকভাবে দাত ব্রাশ করার পদ্ধতি হাতে কলমে শেখানো হয়।
সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো, এইসব রোগী্রদের চিকিৎসা দেওয়ার সময় কোন ইন্সট্রুমেন্ট স্টেরিলকিজেশন ছাড়া দ্বিতীয়বার ব্যাবহার করা হয় নাই যা বড় বড় হাসপাতালেও অনেকসময় করা হয় না।
তিনি আরও বলেন, এই ডেন্টাল ক্যাম্পে কম্পোজিট ফিলিং,জিআই ফিলিং,টিসিএম,রুট ক্যানেল,এক্সট্রাকশন, স্কেলিংসহ সকল অত্যাধুনিক দন্ত চিকিৎসা এবং আরভিজি,এপেক্স লোকেটর, মাইক্রোমটরসহ অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অনেক ব্যায়বহুল তা এখানে বিনামূল্যে প্রদান করা হয়।


লুথ্যারেন হেলথ কেয়ারের পরিচালক জনাব পিযুষ বলেন, প্রায় পাঁচ শতাধিক সাধারন মানুষের বিনামুল্যে দন্ত সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত । এর জন্য ডা. হেলেন ও তার সাথে আসা চিকিৎসকদের ধন্যবাদ জানাই ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here