পদত্যাগ করছেন জামায়াতের আমির !

0
284
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পদত্যাগ করছেন জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদ। রোববার সন্ধ্যায় এক সূত্রে তিনি দলের আমিরের পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।পদত্যাগ পত্রে বয়স ও অসুস্থতার কারণ উল্লেখ করা হতে পারে।যে কোনো সময় তার পক্ষ থেকে পদত্যাগের ঘোষণা আসতে পারে। তবে আরেকটি সূত্রে জানা গেছে, একাত্তরের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ক্ষমা চাওয়া ও না চাওয়ার ইস্যুতে দ্বিধাবিভক্ত দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। এ নিয়ে দলটিতে অস্থিরতা বিরাজ করছে। গত শুক্রবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের পদত্যাগ করার মধ্য দিয়ে তা প্রকাশ্য রূপ নেয়।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে খোদ আমিরে জামায়াত মকবুল আহমদ আর স্বপদে থাকতে চাইছেন না। একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়া ও দল বিলুপ্তি ইস্যুতে সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের সঙ্গে তারও মতবিরোধ চরমে। গত শনিবার দিনাজপুরের এক নেতার স্বেচ্ছা পদত্যাগ এবং জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মজিবুর রহমান মঞ্জুকে বহিষ্কার করার ঘটনায় দলের অভ্যন্তরীণ তালগোলের চিত্র আরও ফুটে উঠেছে। সংস্কার ইস্যুতে শিগগিরই দলের অনেকেই পদত্যাগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে দলের এক নেতা বলেন, ৮০ দশকের পর জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়া নেতাদের সংস্কার প্রস্তাব নিয়ে অভ্যন্তরীণ গোলোযোগে রয়েছে জামায়াত।নাম পাল্টে নতুন নামে ক্লিন ইমেজের নেতাদের নিয়ে নতুন দল গঠনের চেষ্টায় আছেন অনেক নেতা। এ নিয়ে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।
২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ নেন মকবুল আহমদ।
জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-১৯ কার্যকালের জন্য তাকে সংগঠনটির আমির হিসেবে নির্বাচিত করেন। ২০১৬ সালের আগে প্রায় ছয় বছরেরও বেশি সময় ধরে দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন মকবুল আহমাদ।
মকবুল আহমাদের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপূর ইউনিয়নের ওমরাবাদে।
পেশায় তিনি স্কুলশিক্ষক ছিলেন। ফেনী মডেল হাইস্কুলের শিক্ষকতা থেকে অবসরের পরই জামায়াতের রাজনীতিতে সক্রিয় হন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here