Daily Gazipur Online

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে চাল বিতরণ

অসীম কুমার দাস (নওগাঁ প্র‌তি‌নি‌ধি) : আজ সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্হ অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল হালিম, ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিবুর রহমান, সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র, ইউপি সদস্য আ: সাত্তার, নিতাই চন্দ্র, তহিদুল ইসলাম, আতাউর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা জানান তেঁতুলিয়া ইউনিয়নে ১২৪৭ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।