Daily Gazipur Online

পবিত্র শবে বরাত আজ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পবিত্র শবে বরাত আজ। মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অত্যাধিক।
নফল নামাজ, রোজা, যিকিরের মধ্য দিয়ে এই রাতে ইবাদতে মশগুল থাকেন মুসল্লীরা।
কেন্দ্রীয়ভাবে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব ও বাদ এশা এবং রাত ২টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র শবে বরাত এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কোভিড-১৯ প্রতিরোধে সব ধর্মপ্রাণ মুসল্লিদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।