Daily Gazipur Online

পরিবারকেই করতে হবে সঠিক সহযোগীতা- ভয় নয়, রাখতে হবে বিশ্বাস– বিশেষজ্ঞগন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ৩০ মার্চ ২০১৯ ইং তারিখে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিতে আসা পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত বিশেষজ্ঞগন তাদের বক্তব্যে বলেন মাদকনির্ভরশীল ব্যক্তির জন্য চিকিৎসাকালীন এবং চিকিৎসা পরবর্তীতে পরিবারকে করতে হবে সঠিক সহযোগীতা ভয় নয় রাখতে হবে বিশ্বাস। এবারের সভার আলোচ্য বিষয় ছিলো “মাদকাসক্তি একটি মস্তিকের রোগ” এবং মাদকাসক্তি চিকিৎসায় পরিবারের করোণীয় নিয়ে। সভাটি ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ও আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসাইন্সে এন্ড হসপিটাল এর মনোচিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ এম এম জালাল উদ্দিন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সিনিয়র কাউন্সেলর এবং এডিকশন প্রফেশনাল মোঃ আমির হোসেন। সভার শুরুতে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রোগ্রাম অফিসার, উম্মে জান্নাত স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর ফাইরুজ জিহান সভার আলোচ্য বিষয়ে সচিত্র উপস্থাপনা করেন। সভায় মুক্ত আলোচনা পর্বে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকগন। রিকোভারী শেয়ারিং পর্বে মাদকাসক্ত থেকে সুস্থতাপ্রাপ্ত একজন নারী রিকোভারী তার সুস্থ্যতার অভিজ্ঞতা শেয়ার করেন। সবশেষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সকল অভিভাবককে উক্ত প্রোগ্রামে উপস্থিত থেকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা হয়।