Daily Gazipur Online

“পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদ” গঠনকে স্বাগত জানাই–জেলা প্রশাসক নরসিংদী

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন “নরসিংদী পরিশীলন সাহিত্য-সংস্কৃতি পরিষদ” এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শনিবার (২অক্টোবর’২০২১) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্পন্ন হয়। সাক্ষাৎকার অনুষ্ঠানে পরিষদের সভাপতির বক্তব্যের প্রেক্ষিতে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে আপনাদের সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন গঠনের উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের সকল ভাল কাজে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতা করবো। উপজেলা পর্য ায়েও আপনারা কোন কার্যক্রম পরিচালনা করলে সেখানেও উপজেলা প্রশাসন আপনাদের সহযোগিতা করতে আমি বলে দিব। কারণ বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের বইয়ের দিকে নজর কমে গেছে বলে মনে হচ্ছে। তাদের সাহিত্য-সাংস্কৃতিক অ্গংনে ফিরিয়ে আনতে পারলে এবং সাহিত্য-সাস্কৃতিক পরিমন্ডলকে সুন্দরভাবে তুলে ধরতে পারলেই আপনাদের উদ্দেশ্য সফল হবে।
পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ বলেন, আমরা নরসিংদীতে সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে বিরাজমান শূন্যতা পূরণ করে নরসিংদীবাসীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কবি মহসিন খোন্দকার, নরসিংদী সরকারি মহিলা কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান পরিষদের সদস্য ড. মোঃ সোহরাওয়ার্দী, ড. রিটা আশরাফ, পৃষ্টপোষক কৃষিবিদ আব্দুস সালাম, সদস্য আব্দুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার, পরিষদের উপদেষ্টা নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য্যকান্ত দাস, উপাধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, আবৃতিকার ও উপস্থাপক মো: আলতাফ হোসেন, পরিষদের সহ-সম্পাদক হলধর দাস, পরিষদের অন্যতম সদস্য হাসানাত বিন রাসেল সহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে পরিষদের সদস্যবৃন্দের রচিত বিভিন্ন বই উপহার দিয়ে এবং ফুলের ঢালি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।