Daily Gazipur Online

পলাশবাড়ীতে ১৬৫ বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ

আবির হোসাইন শাহীন : বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অংশ হিসেবে ও প্রাথমিক বিদ্যালয়কে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রতিটি শ্রেণী কক্ষকে মাল্টিমিডিয়ার আওতায় আনা হচ্ছে।
এর ধারাবহিকতায় ১১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্দ্যোগে ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয় সমূহে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দল্যাহি শাফি, ভাইস চেয়ারম্যান রিপন ও আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পলাশবাড়ী উপজেলা মোট ২১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ১৬৫ স্কুলে এ সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। তালিকাকৃত প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। আগামীতে বাকি ৫২’টি বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে প্রদান করা হবে বলে সূত্রে জানা যায়।