ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে তাদের এ বিক্ষোভ।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ওই এলাকা যান চলাচল বন্ধ। তাই ভোগান্তিতে পড়েছেন মানুষ।
তেজগাঁও এলাকার যানজট ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কেও।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজধানী তেজগাঁও সাত রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এতে করে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। তেজগাঁও সাত রাস্তায় বড় কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না। শিক্ষার্থীরা সাত রাস্তার মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে রেখেছে। মোটরসাইকেল, রিকশা, সিএনজি চলাচলও ব্যাহত হচ্ছে।
বিশেষ করে সাতরাস্তা এলাকা দিয়ে কোনো মোটরসাইকেল যেতে দিচ্ছে না শিক্ষার্থীরা। মহাখালী রেলগেটে আটকে রয়েছে কয়েকশ গাড়ি।
সাতরাস্তা এলাকায় কথা হলে ইয়াছিন কাজী নামে এক বাস চালক জানান, তিনি দুই ঘণ্টা ধরে একই জায়গায় রয়েছেন। কোনো বাহনই নড়তে পারছে না। সবদিক রাস্তা বন্ধ। যাত্রীরা নেমে গেছে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, সড়কের অবস্থা খারাপ। যান চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকে যানজট। আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন। শিক্ষার্থীরা উঠে গেলেই কেবল সচল সড়ক হবে।
যে দাবিতে আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা
সরকারি, বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পূর্বঘোষিত ছয় দফা মেনে নেওয়ার দাবি জানান। নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তাদের দাবি হলো: বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান।
সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া দাবি পূরণের স্মারকলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিকে যথেষ্ট ল্যাব সুবিধা নেই যার ফলে বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে ব্যর্থ হয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যে বেসরকারি পলিটেকনিকগুলোর ল্যাব সুবিধা বাড়ানোর ব্যবস্থা করতে হবে এবং যে সব বেসরকারি পলিটেকনিক ল্যাব সুবিধা দিতে ব্যর্থ হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করতে হবে।
দেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিক মাত্রাতিরিক্ত অর্থ আদায় করে এবং কোনো শিক্ষার্থী অর্থ দিতে ব্যর্থ হলে নানা রকম হয়রানির স্বীকার হন। তাই এসব অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণসহ বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের নানা হয়রানির বিষয়ে বোর্ড কর্তৃক যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করবে।
দেশের সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাবদ যেসব অর্থ পেয়ে থাকেন তা বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা পাচ্ছেন না। বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বৈষম্য দূর করতে হবে।
পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট, ভোগান্তি
