পাঁচবিবিতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি

0
201
728×90 Banner

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যূতিক শর্ট সার্কিটে বাড়ীতে আগুন ধরে ৩টি আদিবাসী পরিবারের ঘরবাড়ীসহ আসবাব পত্র পুড়ে ছাড়খার হয়েছে। আজ বুধবার দুপুর আনুমানিক ১২টার সময় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর আদিবাসী পল্লীতে আগুনের ঘটনাটি ঘটে ।
সরেজমিনে গেলে প্রত্যক্ষ্যদর্শীরা জানায় রুপাপুর আদিবাসী গ্রামের মৃত সুরেন কুজুর এর ছেলে সুনিল কুজুর, উকিল কুজুর ও তার মেয়ে জামাই কমলা প্রতিদিনের মত সকালে খাওয়া দাওয়া করে মাঠে কাজ করতে যায়। দুপুর বেলায় হঠাৎ তাদের বাড়ীতে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠতে দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্ঠা করলেও মহুর্তেই সব কিছু পুড়ে ছাড়খার হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হাসান বলেন, বিদ্যূতের শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত ঘটে। ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ক্ষতিগ্রস্তদের রান্না বান্নার কিছু আসবাবপত্রের ব্যবস্থা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here