Daily Gazipur Online

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনের লক্ষ্যে গুজব ছড়ানো, সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক,বাল্যবিবাহ ও যৌন নির্যাতন বন্ধসহ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে জনসচেতনতামূলক মতবিনিময় সভা বৃহস্পতিবার বেলা ১১টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদিম সারোয়ার। সভায় বক্তব্য রাখেন প্রাধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান. মুনিরুল শহীদ মুন্না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি প্রমুখ।