
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ীকে আটক করেছে থানা পুলিশ। এস আই ফারুক হোসেন ও এ এস আই হুজুর আলীর নেতৃত্বে সঙ্গঁীঁয় ফোস রবিবার সন্ধ্যার উপজেলার বালিঘাটা ইউপির খাশবাগুরী গ্রামের মতিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাস খেলার অপরাধে তাদের আটক করা হয়। আটক জুয়াড়ীরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার সামগ্রী, নগদ টাকা ও ৫টি মোবাইল সেট জব্দ করেন।
এ বিষয়ে ওসি মনসুর রহমান জানান, আটকৃতরা থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় জুয়াড় আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। খাশবাগুরী এলাকায় জুয়া আসর চলছে এমন খবর পেয়ে পুলিশ তাদেক আটক করে জয়পুরহাট জেলহাজতে প্রেরন করেন।






