Daily Gazipur Online

পাঁচবিবিতে ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ আজ রবিবার দুপুরে করোনা ভাইরাসে প্রতিরোধের কারণে লকডাউনে থাকা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শ্রমজিবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মাধমে ২৪ মেট্রিক টন চাল ও নগদ ২ লক্ষ টাকা বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদিম সারওয়ার , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা নূর-এ-শেফা , উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী রায়হান শরীফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির আলী মন্ডল প্রমুখ।