পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ১০ ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
থানা সূত্র জানায়, জেলার মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আজ শনিবার সকাল ১১টায় পাঁচবিবি পৌরসভাধীন দমদমা মহল্লায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের নৈমুদ্দিনের ছেলে রুহুল আমিন নারু (৬৪) কে আটক করে মাদক আইনে জেল হাজতে প্রেরন করেন।