পাঁচবিবিতে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

0
152
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে ৭০ বোতল ফেন্সিডিলসহ আকাশ ইসলাম ওরফে মিলন প্রামানিক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম ওরফে মিলন প্রামানিক উপজেলার রতনপুর উত্তরপাড়া গ্রামের মুনঞ্জুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির(পিপিএম) এর দিক নির্দেশনায় এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমানের তত্ত্বাবধানে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই(নিঃ) দেওয়ান মোঃ এনামুল হক এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান গ্রামে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেন। তাকে মাদক দ্রব্য আইনের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here