
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয় সকল শর্ত পূরণে এমপিওূক্ত হয়নি। ১২জন শিক্ষক শিক্ষিকা ও ৪জন কর্মচারী নিয়ে বিদ্যালয়টিতে পাঠ দান অব্যাহত থাকলেও প্রতিষ্ঠার দীর্ঘ ২১ বৎসরেও এমপিওভূক্ত না হওয়া মানবতের জীবন যাপন করছেন শিক্ষক-কর্মচারীরা। এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তির প্রচেষ্ঠায় ১৯৯৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিতার পর থেকে টিনের বেড়া ও চালা দিয়ে সিমিত সংখ্যক ছাত্র ছাত্রী নিয়ে যাত্রা শুরু হয়। নানান চড়াই উৎড়াই পেরিয়ে ২০০২ সালে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠ দানের স্বীকৃতি পায়। এর পর ৯ম-১০ম শ্রেণী পাঠ দানের স্বীকৃতি মিলে ২০০৩ সালে। বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা ২০৯ জন। এর মধ্যে ছাত্র ৮৪জন ছাত্রী ১২৫ জন। বিদ্যালয়ের শিক্ষার মান ও পাশের হারও সন্তোষ জনক। ২০১৯ সালে এস.এস.সি পরিক্ষায় ৪২ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করে ৪০ জন। ২০১৮ সালে ৩৩ পরিক্ষার্থীর মধ্যে পাশ করে ২৮জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক জানান, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দীর্ঘ ২১টি বৎসর ধরে বিনা বেতনে পাঠদান করায় তাদের সংসার ছেলে মেয়ে এখন পথে বসার উপক্রম, বিদ্যালয়টি এমপিও ভুক্ত করণের জন্য জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য আল্হাজ্ব সামছুল আলম দুদুর নিকট সবিনয় অনুরোধ জানালেও আজ পর্যন্ত বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়নি।
এদিকে বিদ্যালয়টির ঘরের অবস্থাও নাজুক। বর্তমানে বিদ্যালয়টির বেহাল দশা। টিনের ভাঙ্গা ঘরে রোদ বৃষ্টি ঝড়ে ক্লাস নিতে হয়। পাঁচবিবি হিলি সড়কের কোকতারা নামক স্থানে মনোরম পরিবেশে গড়ে ওঠা কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়টি অতিসত্তর এমপিও ভুক্ত করার দাবী জানিয়েছেন তারা।
এ ব্যপারে বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব জানান, তিনি সভাপতি হওয়ার পর বিদ্যালয়ের বাউন্ডারি, টিনসেড করে দিয়েছেন , এ বছরই বিদ্যালয়টি এমপিও ভুক্ত হতো, কিন্তু হয় নাই- আশা করা যায় আগামীতে বিদ্যালয়টি যাতে এমপিও ভুক্ত করা যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি।






