Daily Gazipur Online

পাঁচবিবিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধি: আজ বৃহস্প্রতিবার সকাল ১০টায় জয়পুরহাটের পাঁচবিবিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রায়হানুল হক, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনু, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌঃ বিপ্লব, ওসি তদন্ত ওমর আলী প্রমূখ।