পাঁচবিবিতে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

0
125
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবিতে সোহাগ (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধা করেছে পাঁচবিবি থানা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামে এ উদ্ধারের ঘটনা ঘটে।
মাদ্রাসা ছাত্র সোহাগ ঔ গ্রামের মৃত আমিনের ছেলে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সোহাগ গতকাল সোমবার সকালে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাড়ী থেকে বের হন। সন্ধ্যা অবধি বাড়ীতে না ফেরায় তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে। পরে না পেয়ে মসজিদের মাইকে তার নিখোঁজের বিষয়টি প্রচার করে।
আজ মঙ্গলবার সকালে জনৈক মহিলা নন্দইল গ্রামের মাসুদের বাড়ীর অদূরে বুড়া বিবির মাজারে কচুর শাক তুলতে গিয়ে কলা গাছের সঙ্গে সোহাগের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে আশে পাশের লোক জন ছুটে আসে। খবর পেয়ে পাঁচবিবি সার্কেলের এসপি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন। লাশ ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here