
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রথম শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে এলাকার আওয়াল (২৪) নামের এক যুবক। ঘটনাটি ঘটে ১১ মে শনিবার সন্ধ্যা রাতে উপজেলার সান্তাদিগর গ্রামে।
এলাকাবাসী জানায়, এলাকার ওই ছাত্রী বাড়ির গলিতে খেলছিলো। এসময় প্রতিবেশী সবির উদ্দিনের ছেলে আওয়াল মিথ্যা প্রলোভন দিয়ে উক্ত ছাত্রীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তার আর্তচিৎকারে বাড়ির লোকজন এসে আওয়ালের বাড়ির গেটের দরজা ভেঙ্গে শিশুকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বজলার রহমান ঘটনার নিশ্চিত করে বলেন পরের দিন রবিবার রাতে মামলা হয়েছে। ধর্ষককে এখনো আটক করা সম্ভব হয়নি।






