Daily Gazipur Online

পাঁচবিবিতে স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আব্দুর রহমান (৯) নামে এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের হরেন্দা বিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত স্কুল ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান উপজেলার ধুরইল গ্রামের রেজাউল করিমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানায়, আব্দুর রহমান গতকাল শুক্রবার দুপুরে বাই সাইকেল যোগে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে গড়িয়ে গেলেও বাসায় না ফিরে আসায় স্বজনরা অনেক খোঁজাখুজি করে পাঁচবিবি-কামদিয়া সড়কের পার্শ্বের হরেন্দা বিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত স্কুল ঘরে শিশুটির গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে হত্যার কারন জানা যায়নি।
পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।