পাঁচবিবি জীবাণূনাশক হ্যান্ড ওয়াশ, ডিটল, স্যাবলন সংকট

0
173
728×90 Banner

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা ভাইরাসের প্রভাবের কারনে ফার্মেসী গুলোতে জীবানণু নাশক হ্যান্ড ওয়াশ, ডিটল ও স্যাবলনের সংকট দেখা দিয়েছে। ফার্মেসী মালিকরা বলছেন কোম্পানী গুলোতে অর্ডার দিয়েও পাওয়া যাচ্ছে না জীবাণুনাশক পণ্য।
আজ বুধবার (২৫ শে মার্চ) সকালে সরেজমিন পাঁচবিবি বাজারের মসজিস মার্কেটের আফরোজা ফার্মেসী, আঁখি ফার্মেসী, জয়ন্তী ফার্মেসীসহ অন্যান্য ফার্মেসীতে খোঁজ করেও মিলেনি জীবাণুনাশক হ্যান্ড ওয়াশ, ডিটল ও স্যাবলন। তবে জয়ন্তী ফার্মেসীতে সামান্য স্যাবলন থাকলেও যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য। আফরোজা ফার্মেসীর মালিক আলহাজ্ব লুৎফর রহমান জানায়, কয়েক দিন থেকেই জীবানু নাশক হ্যান্ড ওয়াশ, ডিটল ও স্যাবলনের সংকট চলছে। কোম্পানী গুলোতে অর্ডার দিলেও মিলছেনা এসব জীবানু নাশক পণ্য।
অপরদিকে আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় পাঁচবিবি পৌর শহরের দোকান পাট খোলা ও ক্রেতা বিক্রেতাদের জমায়েতও থাকলেও দুপুরের পর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ফার্মেসী ছাড়া সব দোকান বন্ধ হয়ে যায়। ক্রেতা নাই বললেই চলে।
তবে সকাল থেকেই পাঁচবিবি বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে সেনা বাহিনী পুলিশের পাশাপাশি উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট এর ভ্রাম্যমান আদালত সার্বক্ষনিক টহল দিচ্ছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here